টাইমস বাংলা নিউজডেস্ক : ঠিক এক বছর আগে আজকের দিনে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি আক্রমণে প্রাণ হারিয়েছিলেন ৪৪ জন জওয়ান| যার স্মৃতি আজও দগদগে দেশবাসীর মনে| এই ঘটনার স্মৃতিচারণ করে নিজের টুইটারে মৃত সেনাদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Solemnly remembering the CRPF jawans martyred in Pulwama on this day in 2019 after a terror attack. We salute our brave jawans and extend our solidarity and condolences to their families. Jai Hind
— Mamata Banerjee (@MamataOfficial) February 14, 2020
শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “পুলওয়ামা জঙ্গি হামলায় শহিদ হওয়া সিআরপিএফ জওয়ানদের প্রতি আমি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছি। আমি স্যালুট করছি সেই বীর জওয়ানদের এবং তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। জয় হিন্দ।”
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্বু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে পুলওয়ামায় সিআরপিএফের ৭৮টি গাড়ি লক্ষ্য করে বোমাবর্ষণ করে জঙ্গিরা। হামলায় বেশ কয়েকজন আহত হয়। প্রাণ যায় ৪৪ জন জওয়ানের। আত্মঘাতী জঙ্গির গাড়ি ঢুকে পড়ে সেনাদের কনভয়ে| সেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।