টাইমস বাংলা নিউজডেস্ক : সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে তার নাম না থাকায় কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার রাজভবন থেকে নোটিশ জারি করে উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায়কে দ্রুত প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে।প্রয়োজনে আগামী ২৮ তারিখ বিকেল চারটের মধ্যে তাকে রাজভবনে এসে এই সংক্রান্ত বিষয়ে শুনানির মুখোমুখি হতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। এই নির্দেশ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে।উল্লেখ্য, পঞ্চানন বর্মার জন্মদিনে আগামীকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় বছরের সমাবর্তন উৎসবের আয়োজন করলেও আমন্ত্রণপত্রে আচার্যর নাম না থাকায় সংঘাতের আবহ তৈরি হয়েছে। যদিও উপাচার্য জানিয়েছেন নির্দিষ্ট নিয়ম মেনেই আচার্যকে আমন্ত্রণ জানানো হলেও অনুমতি না মেলায় আমন্ত্রণ পত্রে তার নাম ছাপানো যায়নি।