নিউজ ডেস্ক, টাইমস বাংলা: বিজেপির একাধিক নেতার মুখ থেকে দিল্লী নির্বাচনের আগে শোনা গেছে গুলি মারার হুমকি। কখনও বিজেপি সাংসদ অনুরোধ ঠাকুর বলেছেন,’দেশ কে গদ্দারোঁ কো, গুলি মারো শালোঁ কো৷’ আবারও কখনো বিজেপি নেতা কপিল মিশ্র বলেছেন, দিল্লি নির্বাচনক ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ। দিল্লিতে এইসব মন্তব্যের জেরে দলকে পড়তে হয়েছে চরম অস্বস্তিতে। যার ফলে দলের ভরাডুবির মুখে পড়ে। নির্বাচনের পরে এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ খুললেন। তিনি বলেন,’গুলি মারো’ মন্তব্য করা ঠিক হয়নি।
দিল্লি বিধানসভায় ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসন আপের ঝুলিতে। মাত্র ৮ আসন গেরুয়া শিবিরে। বিপুল জয়ে ফিরে তৃতীয়বারের জন্য আবারও মুখ্যমন্ত্রী পদে আগামী ১৬ ফেব্রুয়ারি শপথ নেবেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।