টাইমস বাংলা, নিউজ ডেস্ক: প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমের জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে সওয়াল করল সিবিআই, পাশাপাশি সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেটা বললেন, পি চিদাম্বরমের বিরুদ্ধে তোলার মতো গুরুতর মামলা রয়েছে। আদালতে সলিসিটর জেনারেল বলেন, “অভিযুক্ত এতটাই প্রভাবশালী…তাঁর উপস্থিতিই সাক্ষীদের ভিতী সঞ্চার করতে পারে”।আদালতে তুষার মেটা বলেন, “আইনজীবীদের আইনভঙ্গ করতে দেওয়া যায় না। ২৪ ঘন্টার জন্য তিনি উধাও হয়ে যাতে পারেন, তিনি গুরুতর অভিযোগে অভিযুক্ত। তিনি জানেন, সাজা হতে পারে, এবং অন্য দেশে চলে যাওয়ার ক্ষমতা রয়েছে”। তীব্র বাদানুবাদে, তিনি বলে, পি চিদাম্বরমের জামিন মঞ্জুর করা যেতে পারে না, কারণ, জামিন মঞ্জুর করলে তা “ঝুঁকিপূর্ণ” হতে পারে। তুষার মেটা বলেন, “এটা ভুল কথা, যে তিনি সমাজের একজন সম্মানীয় সদস্য…তিনি যদি জামিন পান, তাহলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে”, পাশাপাশ তিনি আরও বলেন, “জামিন পাওয়ার ক্ষেত্রে অভিযুক্তের চরিত্র প্রধান বিষয় নয়…যখন অভিযুক্ত এতটাই প্রভাবশালী, যে তাঁর সামান্য উপস্থিতি সাক্ষীদের ভীতির সঞ্চার করতে পারে”।