টাইমস বাংলা নিউজডেস্ক : পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের জন্য সে দেশের সরকারকে জবাব দিতে হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়েছেন। রবিবার সকালে বেলুড়মঠে স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন ৭০ বছর ধরে পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে। তিনি জানান, এই সব সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্যই সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। তবে এই বিষয়টি আজ ছাত্র-যুবরা বুঝলেও যারা রাজনীতি করছেন, তারা ইচ্ছা করেই বুঝতে চাইছেন না। মানুষকে ভুল বোঝাচ্ছেন। যারা এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আছেন, তাদের সঠিক পথে চালিত করতে প্রধানমন্ত্রী যুব সমাজকে এগিয়ে আসার আবেদন জানান।