পল্লব ঘোষ টাইমস বাংলা কলকাতা : রবিবার স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মদিন। সারা দেশে এই দিনটি যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সবকটি কেন্দ্রে যথোচিত মর্যাদায় স্বামীজীর জন্মদিন পালন করা হবে। সদর কেন্দ্র বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে এই উপলক্ষ্যে কাল সকালে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাতেই প্রধানমন্ত্রী বেলুড় মঠে পৌঁছেছেন ও সেখানে রাত্রিবাস করবেন। উত্তর কলকাতার সিমলা স্ট্রীটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ির সামনে থেকে সকালে এক পদযাত্রা বেরোবে। Ramkrisna Mission Swami Vivekananda’s Ancestral House & Cultural Centreআয়োজিত এই পদযাত্রা বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শুরু হয়ে তাঁর বাড়িতে এসেই শেষ হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে যুব কল্যান মন্ত্রী অরূপ বিশ্বাস সকালে বিবেকানন্দ উদ্যানে বিবেকানন্দের মূর্তির পাদদেশে পূষ্পার্ঘ অর্পন করে তাঁকে শ্রদ্ধা জানাবেন। ভারতীয় তপশীলি আদিবাসী পরিষদের পক্ষ থেকে বিবেকানন্দ উদ্যানে বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হবে। রাজ্যপাল জগদীপ ধনকর এই অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতার পুরসভার পক্ষ থেকে বেহালার পর্ণশ্রী বিবেকানন্দ কাননে স্বামীজীর জন্মদিবস পালন করা হবে।
বিবেকানন্দ জন্মোত্সব সমিতির পক্ষ থেকে আজাদ হিন্দ বাগে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হবে ও সন্ধ্যায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে রাণী ভবানী স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।