টাইমস্ বাংলা স্পোর্টস ডেস্ক :বিরাট বন্দনায় মুখর পাকিস্তানের পেস তারকা শোয়েব আখতার। ১২০ টি সেঞ্চুরির তার থেকে আশা করছেন। বলতে পারেন টার্গেট বেঁধে দিলেন। বিরাটের উদ্দেশ্যে বলেন ১২০ টি সেঞ্চুরি তাকে করতেই হবে। বিশ্বকে দেখাতে হবে সুপারস্টার বিরাট কে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বিরাট শতরান করার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। সেখানে আখতার লিখেছেন, “গুয়াহাটি, বিশাখাপত্তনম, পুণে। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টানা তিন সেঞ্চুরি করে ফেলল কোহালি। কী দুর্দান্ত রান-মেশিন ও। এ ভাবেই চালিয়ে যাও। তোমার জন্য ১২০ সেঞ্চুরির টার্গেট রাখলাম।
https://twitter.com/shoaib100mph/status/1056245811145773058?s=19