টাইমস বাংলা নিউজডেস্ক : আসাম সহ দেশের উত্তর-পূর্বে সন্ত্রাসবাদী কার্যকলাপ বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অনিল চৌহান জানিয়েছেন। কলকাতার ফোর্ট উইলিয়ামে শুক্রবার ডিফেন্স ইনভেস্টিচার সেরিমনি বা প্রতিরক্ষা পদক প্রদান অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসাম সহ উত্তর-পূর্বের সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদি কার্যকলাপ অনেকটাই কমে গেছে। আলফা ও কেএলও-র মত জঙ্গী সংগঠনগুলি আত্মসমর্পণ করায় দেশের অভ্যন্তরেও সন্ত্রাসবাদী কার্যকলাপ কিছুটা কমেছে। তিনি আরো জানান, ভারতীয় সেনা আসামের দুটি এলাকা থেকে বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আসামের কার্বি আংলং থেকে ইতিমধ্যেই সেনা প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বোরো অটোনমাস টেরিটোরিয়াল ডিস্ট্রিক্টেও যেসব সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান হয়ে গেলে সেনা প্রত্যাহার করে নেওয়া হবে।
এদিকে পদক প্রদান অনুষ্ঠানে এদিন ১৮জন সেনাকে সম্মানিত করা হয়েছে। শ্রী চৌহান জানান, সারাদেশে মোট ১৩৩জন সেনাকে এবছর পদক প্রদান করা হয়েছে।