টাইমস বাংলা নিউজডেস্ক : ব্যাংকক থেকে আসা দুই বিমান যাত্রীর শরীরে থার্মাল স্ক্রিনিং করে নোভেল করোনা ভাইরাস এর প্রমান পাওয়া গিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে রাজ্য সরকার তা অস্বীকার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই খবর সঠিক নয়। আজ পর্যন্ত রাজ্যের কোথাও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পজিটিভ ঘটনা ঘটেনি। বিমান বন্দর কতৃপক্ষ এই নিয়ে সঠিক তথ্য দেয়নি বলে সরকারি ভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা দুই যাত্রী হিমাদ্রি বর্মন ও নগেন্দ্র সিং এর শরীরে করোনা ভাইরাস মেলায় তাদের বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।